করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে পাবিপ্রবি ছাত্রলীগ

১২ আগস্ট ২০২১, ১১:২৭ AM
করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে পাবিপ্রবির ফরিদুল

করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে পাবিপ্রবির ফরিদুল © টিডিসি ফটো

করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু। গত ১৫ জুলাই থেকে ২০টি সিলিন্ডার নিয়ে এই অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করেন তিনি।

শাখা ছাত্রলীগ নেতা ফরিদুল বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) ৪র্থ ব্যাচের শিক্ষার্থী। ফরিদুলের অক্সিজেন সেবা পেতে ০১৭১৭-৯০৩১২৮ এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ফরিদুল জানান, জাতির পিতার আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে জীবন বাজি রেখে কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এই অক্সিজেন সেবা চালু করি। এই অক্সিজেন সেবা এই সংকটকালীন সময়েও কার্যক্রম চলমান রয়েছে।

করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে পাবিপ্রবি ছাত্রলীগ

তিনি বলেন, আমাদের কাছে ফোন আসলেই আমরা সেবা নিয়ে পৌঁছে যাই। এতে আমাদের কোন ক্লান্তি আসে না। রোগী সুস্থ হলে আমাদের অন্যরকম ভালো লাগা কাজ করে। আমরা আমাদের সাধ্যনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। আমাদের সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬