লোহাগাড়া ছাত্রদলের ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা 

১২ জুলাই ২০২১, ০৬:৪৩ PM
নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব

নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শোয়াইবুল ইসলামকে আহবায়ক ও মো. শোয়াইবুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ সোমবার (১২ জুলাই) বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি শহীদুল আলম শাহীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহবায়ক যথাক্রমে- মো. রিয়াদ হোসেন, আবুল কালাম আজাদ, মো. মহি উদ্দিন, মো. জাহিদুল ইসলাম, মো. রাসেল, মো. নেজাম উদ্দিন, মো. কায়েস উদ্দিন, মো. তাজুল ইসলাম, মো. হেমায়েত উল্লাহ মানিক, মামুনুর রশিদ ও মো. ইরিয়াছ। সদস্য যথাক্রমে- মো. জয়নুল আবেদীন, এহেছানুল হক আহাদ, রনজয় বড়ুয়া, মো. আসিফ, মো. ইরফানুল হক, সায়েম হোসেন, মুসলিম কবির ও ওমর ফারুক।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফৌজুল কবির ফজুল জানান, ২০১৯ সালের ৯ ডিসেম্বর লোহাগাড়া উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। দীর্ঘ প্রতীক্ষার পর গত ৪ মার্চ লোহাগাড়া উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দিয়ে কেন্দ্রে প্রেরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত কমিটি বিশ্লেষণ করে ১২ জুলাই চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়াসহ তিনটি কমিটি ঘোষণা করেন।

তরুণদের চোখে নির্বাচন ও আগামীর বাংলাদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage