ছাত্র ইউনিয়নের ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

ছাত্র ইউনিয়নের ঘেরাও কর্মসূচি
ছাত্র ইউনিয়নের ঘেরাও কর্মসূচি  © সংগৃহীত

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তার নিঃশর্ত মুক্তি, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের অপসারণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার ও অফিশিয়াল সিক্রেটস আইন বাতিলের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।  

আজ রবিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ের ৬নং গেটের সামনে বাধার মুখে পড়েন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুলিশের সঙ্গে কর্মীদের ধাক্কাধাক্কি হয়। তবে এতে কেউ আহত হননি।

ঘেরাও কর্মসূচিতে বাধা পেয়ে সেখানেই সমাবেশ করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, গত বছর আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিকে অপসারণ করা হয়েছিল। তাতে বোঝা যায় স্বাস্থ্য মন্ত্রণালয় কতটা দুর্নীতিগ্রস্ত। ওইসব দুর্নীতি প্রকাশ করতে তথ্য সংগ্রহ করতে গেলে রোজিনা ইসলামকে হেনস্তা করা হয়। 

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু প্রমুখ।

এদিকে ছাত্র ইউনিয়নের এ কর্মসূচির ঘণ্টাখানেক আগেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন রোজিনা। এই শর্তের বিষয়ে প্রশ্ন তুলে সমাবেশ থেকে বলা হয়, রোজিনা এমন কী অপরাধ করেছিল যে তাকে শর্তসাপেক্ষে জামিন দিতে হয়।


সর্বশেষ সংবাদ