মোদির আগমনের প্রতিবাদে কাল সমাবেশ করবে নুর-রাশেদরা

২৪ মার্চ ২০২১, ০৯:২৭ PM
মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি © টিডিসি ফটো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রদিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) সমাবেশের ডাক দিয়েছে নুর-রাশেদদের সংগঠন ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ। বেলা ১১টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করবে তারা।

বুধবার (২৪ মার্চ) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মশিউর রহমান।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আগমন প্রতিহত করতে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের এই কর্মসূচি সাধারণ মানুষের। আমাদের এই কর্মসূচিতে দলমত নির্বেশেষে সকলেই অংশগ্রহণ করবে।

এর আগে বুধবার বিকেলে মোদির আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র অধিকার পরিষদ। কর্মসূচি শেষে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে সংগঠনটি।

কর্মসূচিতে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, যুগ্ম আহবায়ক ফারুক হাসান ও মশিউর রহমান, ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage