আগামীকাল সারাদেশে বিক্ষোভ করবে ছাত্রলীগ

আজ শনিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা
আজ শনিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা  © সংগৃহীত

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি জানিয়েছে সংগঠনটি। আগামীকাল রবিবার সকাল সাড় ১১টা থেকে সারাদেশে একযোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

আজ শনিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

এদিকে একই দাবিতে আজ শনিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ কর্মসূচিতে লেখক ভট্টাচার্য বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।


সর্বশেষ সংবাদ