ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে শাহবাগে আজ মহাসমাবেশের ডাক

০৯ অক্টোবর ২০২০, ১০:৪২ AM
শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলন

শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলন

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চলমান এই আন্দোলনকে আরও বেগবান করতে রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফরম ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’। আজ শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন সংগঠন ছাত্র অধিকার পরিষদের নতুন প্ল্যাটফরম 'ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতার মঞ্চ'ও বিকাল ৪টায় একই স্থানে ধর্ষণবিরোধী সমাবেশের ডাক দিয়েছে। দুটি সংগঠনই সমাবেশ সফল করতে সব শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার অব্যাহত বিক্ষোভের চতুর্থ দিনেও উত্তাল ছিল শাহবাগ মোড়। বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 'ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ'-এর ব্যানারে এই গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ করা হয়। ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা এই গণঅবস্থানে অংশ নেন।

এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিবাদী মানববন্ধন থেকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, এর আগে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে দলবেঁধে শ্লীলতাহানির পর ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় ফুঁসে উঠেছে দেশ। এর পর থেকেই সারা দেশে প্রতিবাদ ও ধর্ষকদের বিচার দাবিতে বিক্ষোভ চলছে

 

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬