ছাত্রদলের জয়ী ও পরাজিত- দুই পক্ষই মধুর ক্যান্টিনে

২৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৮ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার শিকার হওয়ার পরদিন আজ আবার মধুর ক্যান্টিনে গিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। কয়েকদিন আগে শেষ হওয়া ছাত্রদলের কাউন্সিলের জয়ী এবং পরাজিত নেতারা তাদের অনুসারীসহ এসময় উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে মধুর ক্যান্টিনে গিয়ে বেশ কিছু সময় অবস্থান করেন তারা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হতে শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সংগঠনটির দুই শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

ছাত্রদলের কাউন্সিলের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ,  জাকিরুল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, আমিনুর রহমান আমিন, মো. মামুন খান, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

ছাত্রদলের সভাপতি প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কাউন্সিলরদের প্রতি সম্মান প্রদর্শন করে আমি ক্যাম্পাসে গিয়েছি। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সংগঠনকে এগিয়ে নিতে চাই। নতুন কমিটি আমাদেরকে যথাযথ সম্মান করবেন বলে আশা করি।’

এসময় সোমবার ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার বিষয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি এখন স্পষ্ট। তারা এটিকে ঢেকে দেওয়ার জন্যই ছাত্রলীগ ওই হামলা চালিয়েছে।’

মধুর ক্যান্টিন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা সোমবার ছাত্রলীগের হামলার বিষয়ে আলাচনা করেন বলে জানা গেছে। হামলার বিচারও দাবি করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পড়ুন: বিক্ষোভ মিছিল করে মধুর ক্যান্টিনে ছাত্রদল (ভিডিও)

গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হামলার শিকার হন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের সভাপতির সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে চালানো এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মী। ছাত্রলীগের হামলার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হন তিন সাংবাদিক। পরে ছাত্রলীগ এ হামলার দায় শিকার করে।

ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের নেতা-কর্মীদের দেখতে যান ডাকসু ভিপি নুরুল হক। এসময় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান সহ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নুরুক হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডাকসুর ভিপি হিসেবে প্রত্যেকটা শিক্ষার্থীদের ব্যাপারে আমার দায়িত্ববোধ রয়েছে। সাংগঠনিকভাবেও আমরা এসব সহিংসতার নিন্দা জানিয়েছি। এছাড়া আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করি। সার্বিক দিক বিবেচনায় আমরা ছাত্রদলের আহতদের হাসপাতালে দেখতে যাই।

এর আগে ছাত্রদলের নেতা-কর্মী ও সাংবাদিকের হামলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করে একটি কর্তৃত্ববাদী পরিবেশ কায়েম করার জন্য ছাত্রলীগ এই হামলা চালাচ্ছে বলে এর প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানান তিনি।

ইরানে হামলার হুমকি; ডলারের দরপতনে রেকর্ড দাম স্বর্ণের
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে যে ৭ ঘটনা ঘটতে পারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোকেশনালের সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ ফেব্রুয়ার…
  • ২৯ জানুয়ারি ২০২৬