বিএনপি নেতা মামুনকে তুলে নেওয়ার অভিযোগ

১৭ জুন ২০১৯, ১২:২৮ PM

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে র‌্যাব পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে হাসান মামুনের শান্তিনগরের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। শনিবার দিবাগত রাতে রিজভী গণমাধ্যমকে বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাসান মামুনকে তার শান্তিনগরের বাসা থেকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। রিজভী অবিলম্বে হাসান মামুনকে নিঃশর্তে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এদিকে এক বিবৃতিতে হাসান মামুনকে তুলে নিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসা থেকে মামুনকে নিয়ে গেছেন। কিন্তু তাঁরা আটক করার কথা স্বীকার করছেন না।

পল্টন থানার ওসি মাহমুদুল হাসান নয়ন গণমাধ্যমকে বলেন, হাসান মামুনকে তুলে নিয়ে যাওয়ার কোনো অভিযোগ তারা পাননি।

নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে যে ৭ ঘটনা ঘটতে পারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোকেশনালের সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ ফেব্রুয়ার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ লিমিটেড, আবেদন শেষ ৩ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬