মো. সাদমান আমিন © টিডিসি ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে একমাত্র কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়ে চমক দেখিয়েছেন মো. সাদমান আমিন (সাদমান সাম্য)। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয়ের মধ্যেও ছাত্রদলের এই নেতার জয় ক্যাম্পাসে আলোচনার জন্ম দিয়েছে।
জকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সাদমান সাম্য ৩ হাজার ৩০৭ ভোট পেয়ে পঞ্চম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। মোট ৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রে তিনি প্রথম স্থান অধিকার করেন। এ ছাড়া ২৪টি কেন্দ্রে সেরা সাতের মধ্যে জায়গা করে নেন তিনি।
সাদমান সাম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তিনি জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিগত কমিটির ১ নম্বর সদস্য ছিলেন। দলীয় নেতাকর্মীদের মতে, রাজপথের লড়াকু ও দুঃসময়ের কর্মী হিসেবে সাম্যর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সাধারণ শিক্ষার্থীরা জানান, সাদমান সাম্য একজন সদাহাস্যোজ্জ্বল ছাত্রনেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত। শিক্ষার্থীদের যেকোনো বিপদে-আপদে তিনি সব সময় পাশে থাকেন, যা এই নির্বাচনে তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তার প্রতিফলন ঘটিয়েছে।
উল্লেখ্য, এবারের জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল অধিকাংশ পদে নিরঙ্কুশ জয় পেলেও কার্যনির্বাহী সদস্য পদে সাদমান সাম্যর এই জয়কে ছাত্রদলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।