জকসু © টিডিসি ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে জবির একমাত্র নারী হলে ১৩টি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি, জিএস, এজিএসসহ ১০ পদে বিজয় লাভ করেছেন।
হলটিতে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্যের ভিপি প্রার্থী হিসেবে ৫৭১ ভোট পেয়ে জয় পেয়েছেন জান্নাতুল উম্মি তারিন। জিএস পদে ৫৭১ ভোট পেয়ে সুমাইয়া তাবাসসুম ও এজিএস পদে রেদওয়ানা খাওলা ৫৪৫ ভোট পেয়ে জয় পেয়েছেন।
এদিকে জকসুর ৩৮টি কেন্দ্র ও একটি হলের ভোটগণনা শেষ হয়েছে। এতে অনানুষ্ঠানিক ফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা।