৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জবি ছাত্রদল

২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ PM
শিক্ষার্থীকে সংবর্ধনা তুলে দিচ্ছেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল

শিক্ষার্থীকে সংবর্ধনা তুলে দিচ্ছেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান ৫ শিক্ষাবর্ষের সিজিপিএ-এর ভিত্তিতে ৪০০ শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ (১৫ ব্যাচ) থেকে ২০২৩-২৪ (১৯ ব্যাচ) শিক্ষাবর্ষের প্রথম থেকে পঞ্চম স্থান প্লেসধারী ও প্রত্যেক ব্যাচের সিআর শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত স্টার হোটেলে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। ৩ দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠানের আজ প্রথম দিনে সামাজিক বিজ্ঞান অনুষদের প্রায় ৪০০ শিক্ষার্থীদের হাতে এ সংবর্ধনা তুলে দেওয়া হয়।

মেরিট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, ব্যাগ, চাবির রিংও কলম উপহার দেওয়া হয়েছে। আনুমানিক ১২০০ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রদল।

অনুভূতি প্রকাশ করে গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বপন বলেন, ‘ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের যে মেরিট অ্যাওয়ার্ড দিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এতে শিক্ষার্থীদের পরিশ্রম ও সাফল্যের প্রতি সম্মান জানানো হয়েছে। এমন স্বীকৃতি শিক্ষার্থীদের আরও ভালোভাবে পড়াশোনা করার অনুপ্রেরণা জাগায়। শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ খুবই ইফেকটিভ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।’

সংবর্ধনা পাওয়া আরেক শিক্ষার্থী সাদমান সাকিব বলেন, ‘ছাত্রদল শো-ডাউন, ক্ষমতা-রাজনীতি দূরে রেখে নৈতিকতা ও অংশগ্রহণমূলক রাজনীতির চর্চা করছে যা সত্যি অসাধারণ। এভাবেই সকল শিক্ষার্থীদের সাথে ছাত্র সংগঠনগুলোর এনগেজমেন্ট আরো বাড়বে। তাদের এই ভালো কাজগুলো অব্যাহত থাকুক।’

ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রথম দিনে সামাজিক বিজ্ঞান অনুষদের সকল বিভাগের মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। আগামীকাল ও পরশুদিন পর্যায়ক্রমে অন্যান্য অনুষদের শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হবে।’

একই পরিবারের ৩ জনের মৃত্যু
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে জবি শিক্ষক সমিতির উদ্বেগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
মহিলা জামায়াতের কোরআন তালিমে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের হাম…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
যেভাবে বেঁচে ফিরলেন ৩ জন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইসিবি ইসলামিক ব্যাংক নিয়োগ দেবে প্রোকিউরমেন্ট অফিসার, আবেদ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9