নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবন ও বিজ্ঞান অনুষদ ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই শিক্ষার্থীবান্ধব। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। আজকের অনুষ্ঠান এই ধারাবাহিকতারই একটা অংশ। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তুমি যেমন একাডেমিক ক্যারিয়ারটা ভালো রাখবা, পাশাপাশি সৃজনশীল কিছু করার চেষ্টা করবা। তুমি যদি শুধু পড়াশোনাই করো, তাহলে বিশ্ববিদ্যালয়ের পুরো সুবিধা পাবে না। নিজের দক্ষতা উন্নয়নেও চেষ্টা করবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ব্যাগ, ফুল, বই, প্যাড, কোরআন শরীফ, কলমদানি ও চাবির রিং, খাবার উপহার দেওয়া হয়। এ ছাড়া ক্যারিয়ার গাইডলাইনে নিজেদের অভিজ্ঞতার আলোকে নবীনদের বিভিন্ন দিকনির্দেশনা দেন জব সেক্টরে কর্মরত শিবিরের সাবেক নেতারা।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী আল-আমিন বলেন, ছাত্রশিবিরের আন্তরিকতা সত্যিই আমাকে অনুপ্রাণিত করেছে। একটি সংগঠন তখনই মূল্যবান হয়, যখন তারা শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিকতার চর্চায় কাজ করে। আজকের আয়োজন দেখে বুঝলাম— ছাত্রশিবির নিজের উন্নয়ন ও সমাজের ভালো কাজের জন্য এগিয়ে আসছেন, যা সত্যিই প্রশংসনীয়। ভালো কাজের প্রতি আগ্রহ, অধ্যবসায়, সততা, ভিন্নমতের প্রতি সম্মান এবং সেবামূলক কাজে যুক্ত থাকার মানসিকতা ছাত্রশিবির আরও সুন্দর পথে এগিয়ে যাবে— এই বিশ্বাস করি।