পদত্যাগের ঘোষণার পর পোস্ট ডিলিট করলেন জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ PM
জাতীয় ছাত্রশক্তির (পূর্বনাম: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ সম্প্রতি সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের কারণ হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বকে উল্লেখ করেছিলেন।
তবে কিছু সময় পরই ফয়সাল মুরাদ ওই পোস্টটি মুছে ফেলেন। এই বিষয়ে জানতে ফয়সাল মুরাদকে একাধিকবার মুঠোফোনে কল করা হলে তিনি কল কেটে দেন।
পদত্যাগের সময়ে ফয়সাল মুরাদ লিখেছিলেন, ‘জকসু নিয়ে কেন্দ্রীয় কমিটির তেমন কোনো চিন্তাভাবনা নেই; তারা শুধু ডাকসু নিয়ে ব্যস্ত, আর পদ ভাগাভাগির দ্বন্দ্বে নিমজ্জিত। আমি সহকর্মীদের একাডেমিক ক্ষতি ও রাজনৈতিক স্বপ্নের ক্ষয় সহ্য করতে পারব না।’
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কোনো নেতা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি।