ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

২০ অক্টোবর ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০২:৩৯ PM
ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। 

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন,  সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, কর্মী উল্লাস, আবু সাইদ রনি, স্বাক্ষর, তৌহিদ, আলামিন সহ শতাধিক নেতাকর্মী। 

মিছিলে নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ; একশান টু একশান, ডাইরেক্ট একশান; ছাত্রদলের একশান, ডাইরেক্ট একশান: আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই; উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ক্যাম্পাসে লাশ পড়ে, ইন্টেরিম কি করে ইত্যাদি স্লোগান দেন। 

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, গতকাল সন্ধ্যার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ যখন টিউশনি করাতে যাচ্ছিল তখন একটি মহল তাকে নৃশংসভাবে হত্যা করে। ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। এছাড়াও আরো দুইজন খুনি সেখানে ছিল সিসিটিভি ফুটেজে দেখা গেছে এখনো তাদের গ্রেফতার করা হয়নি। আমরা আশাকরি তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তিন মাস পেরিয়ে এখনো কোনো খুনি গ্রেফতার হয়নি। আমরা চাই অতি দ্রুতই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের সাড়ে ১২ ঘণ্টার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
৩৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, ফিরে পেলেন ৪৫ জন (তালিকা)
  • ১৭ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোর আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন চাকরি, পদ ৯, আবেদন শুরু ১৯…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9