আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি আহবান

শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান
শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান  © টিডিসি ফটো

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। আন্দোলনরত এ শিক্ষকদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক বা শাস্তিমূলক ব্যবস্থা না নিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট।

রবিবার (১২ অক্টোবর) প্রতিষ্ঠান ‘প্রধানগণ ও সহপ্রধানগণের উদ্দেশ্যে পাঠানো এক খোলা চিঠি’ শিরোনামে পাঠানো এক বিবৃতিতে তারা জানায়, ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে বাড়ি ভাতা ২০ শতাংশে উন্নীতকরণ ও ১ হাজার ৫০০ টাকার চিকিৎসা ভাতা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বিবৃতিতে প্রতিষ্ঠানপ্রধানদের উদ্দেশে বলা হয়, ‘আপনারা শিক্ষক সমাজের অভিভাবক ও পথপ্রদর্শক। এই পরিস্থিতিতে আমরা অনুরোধ করছি, ঐক্যজোটের ঘোষিত কর্মসূচির প্রতি সহমর্মিতা বজায় রাখবেন এবং কোনো শিক্ষককে অনিচ্ছায় ক্লাসে উপস্থিত হতে বাধ্য করবেন না।’

এছাড়া, জাতীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের অনুপস্থিতিকে স্বাভাবিক ছুটি (Casual Leave) হিসেবে গণ্য করারও অনুরোধ জানানো হয়েছে।

প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলা হয়, ‘প্রশাসনিক চাপ বা শাস্তিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকুন। আপনার প্রজ্ঞা, সহমর্মিতা ও দূরদৃষ্টি আমাদের ঐক্যকে দৃঢ় করবে এবং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়কে সহজ করবে।’

ঐক্যজোটের পক্ষ থেকে পাঠানো চিঠিতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানানো হয়েছে আন্দোলনরত শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য এবং বিষয়টি জাতীয় ইস্যু হিসেবে দেখার অনুরোধ করা হয়েছে।

এদিকে শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের  অবস্থান  কর্মসূচীতে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা আসছেন। নানা ধরনের স্লোগান দিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। বিভিন্ন জেলার প্রতিনিধিরা অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখছেন।

এর আগে রবিবার বেলা পৌনে ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা। কিছু শিক্ষকদের আবারও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়া আরেকটি অংশ প্রেসক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন।

এ সময় প্রজ্ঞাপন ছাড়া শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ে আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন। তবে অবস্থান কর্মসূচি নিয়ে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা।


সর্বশেষ সংবাদ