খোঁজ মিলল জুলাই যুদ্ধা মামুনের © সংগৃহীত
উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদকে খুঁজে পাওয়া গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়েছে, ‘কয়েকদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে। তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছি আমরা।’
তার পরের দেওয়া পোস্টে জানানো হয়েছে, ‘জুলাই যোদ্ধা মামুনকে উত্তরায় নিয়ে আসা হয়েছে। একটি সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা দেয়া হচ্ছে। সে এখনও ট্রমায় আছে। প্রধান লক্ষ্য তাকে আগে সুস্থ অবস্থায় নিয়ে আসা। তাকে উদ্ধার করে নিয়ে এসেছে ডিসি উত্তরা এবং তার টিম।’
এর আগে গত রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগ থানার হানিফ আলী মোড় এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কে. এম. মামুন। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। জুলাই আন্দোলনে উত্তরা এলাকায় তিনি সক্রিয়ভাবে রাজপথে অংশ নিয়েছিলেন।
নিখোঁজের তিন দিন পরেও মামুনুর রশিদকে পাওয়া না গেলে গতকাল (বৃহস্পতিবার) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি এই ঘটনাকে ‘চরম উদ্বেগজনক ও ভীতিকর’ বলে উল্লেখ করেছেন এবং সরকারের প্রতি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।