এখন পর্যন্ত কারচুপির মতো কোন ঘটনা চোখে পড়েনি: পর্যবেক্ষক টিম

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ PM
ডাকসু নির্বাচন পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের এ কথা বলে সংগঠনটির পর্যবেক্ষক টিম

ডাকসু নির্বাচন পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের এ কথা বলে সংগঠনটির পর্যবেক্ষক টিম © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে পর্যবেক্ষক টিম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জানিয়েছেন এখন পর্যন্ত কারচুপির মতো কোন ঘটনা তাদের চোখে পড়েনি। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের এ কথা বলে সংগঠনটির পর্যবেক্ষক টিম। 

কারচুপির মত কোনো ঘটনা চোখে পড়েছে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এর পর্যবেক্ষক টিম জানায়, এখন পর্যন্ত কারচুপির মতো কোন ঘটনা আমাদের চোখে পড়েনি। কেউ হয়ত, অভিযোগ করতে পারেন, দুয়েকটা ছোটখাটো বিষয়ে অভিযোগ করেছে, তখন দেখললাম তাদেরকে বের করে দেওয়া হচ্ছে।

পর্যবেক্ষক টিম জানায়, অত্যন্ত সুশৃঙ্খলভাবে, নিয়মতান্ত্রিকভাবে ও উৎসবমুখর পরিবেশে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিছু জায়গায় কেন্দ্রের কিছু অসুবিধা আছে, যেমন দীর্ঘ লাইন, মেয়েদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, রোদ-গরম, এরপরেও খুবই আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট প্রদান করছেন। গরমের কারণেই কয়েকটি কেন্দ্রের পরিবেশ অসহনীয়, এ অবস্থাকে উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা ভোট প্রদানের আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

ইউটিএল’র পর্যবেক্ষক টিম আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত ধৈর্য্যসহকারে নিয়মতান্ত্রিকভাবে ভোট গ্রহণ করছেন। ব্যত্যয় তেমন কিছু নেই, তবে কিছু কিছু জায়গা আছে, যারা নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে, আমরা দেখেছি প্রক্টরিয়াল টিম সহ অন্যরা তাদের বের করে দিচ্ছেন। পর্যবেক্ষক কার্ড ভিন্ন ব্যবহার দুয়েকজন কেন্দ্রে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। আইনশৃঙ্খলাবাহিনী, প্রক্টরিয়াল টিম সহ অন্যান্যরা নির্বাচনটা সুন্দর করার যে প্রচেষ্টা তা অত্যন্ত আশাব্যঞ্জক। 

প্রসঙ্গত, ডাকসু নির্বাচন আজ মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে ৮টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।

 

ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9