মেঘমল্লার বসুর অ্যাপেন্ডিক্স অপারেশন আজ, শত্রু-মিত্র সকলের দোয়া প্রার্থনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম সংগঠনের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসুর অ্যাপেন্ডিক্স অপারেশন আজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন নিজেই। দোয়া চেয়েছেন শত্র-মিত্র সকলের কাছে।
পোস্টে মেগমল্লার বসু লেখেন, ‘যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হল। শরীর বিট্রেই করল। আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ।’
শেষে তিনি বলেন, রাজনৈতিক শত্রু মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।