জবিতে ‘কমল মেডি এইড’ সেবা চালু ছাত্রদল নেতার

কমল মেডি এইড-ছাত্রদলের লোগো ও আবু বকর খান
কমল মেডি এইড-ছাত্রদলের লোগো ও আবু বকর খান  © টিডিসি সম্পাদিত

স্বেচ্ছাসেবী সংগঠন কমল মেডি এইড সেবা চালুর মাধ্যমে জবি শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ফার্মেসী বিভাগের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী আবু বকর খান। 

বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নং দফা ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’ ব্যবস্থা থেকে অনুপ্রাণিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনাম ‘কমল’ থেকে প্রতিষ্ঠিত একটা স্বেচ্ছাসেবী সংগঠন। অতিদ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ সেবা কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেবা নেই বললেই চলে, খুবই খারাপ অবস্থা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফায় অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস, সামার্থ অনুয়ায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে পাশে থাকব। কোনদিন কোন সেবা দেওয়া হবে তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

জানা গেছে, কমল মেডি এইড (Kamal Medi Aid) একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জবি শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সপ্তাহের বিভিন্ন দিনে মেডিকেল ক্যাম্প করা হবে। এ সময় চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ সরবরাহ করা হবে।  পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাও করা হবে। তবে এসব সেবা ক্যাম্পাস চলাকালীন সময়ে দেওয়া হবে। এ ছাড়াও হলের নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে বলে জানানো হয়।  

 

 

 

 

 

 

 

 

 


সর্বশেষ সংবাদ