ডাকসুর তফসিল ঘোষণায় গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের উচ্ছ্বাস

ঢাবির সিনেট ভবনের সামনে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মী
ঢাবির সিনেট ভবনের সামনে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মী  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর‌ই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের একদল নেতাকর্মী উচ্ছ্বাস প্রকাশ করেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তারা বিভিন্ন স্লোগানে তফসিল ঘোষণাকে স্বাগত জানান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মো. সাইফুল্লাহ বলেন, ‘আমরা চাই এই তফসিলে ঘোষিত তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কোন ব্যক্তির, দলের হুমকিকে ভয় না পায়। তারা আজকে অত্যন্ত সুন্দর পরিবেশ ডাকসু তফসিল ঘোষণা করেছে। আশা করব সামনেও এমন পরিবেশ থাকবে। যারা এখনো ফ্যাসিবাদী পথে হাঁটছে ডাকসুর মাধ্যমে তাদের সে পথ বন্ধ হয়ে যাবে বলে আশা করি।’

আরেকজন বলেন, ‘আমরা খুবই খুশি কেননা আজকে ডাকসু তফসিল ঘোষণা করা হয়েছে। আমাদের বহুল আকাঙ্ক্ষিত ডাকসু অবশেষে ৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলে যে লেজুড়বৃত্তি রাজনীতি তা থাকবে না। আমরা এখন একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন চাই।’

উল্লেখ্য, ডাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!