জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক যুগান্তকারী দলিল: ঢাবি ছাত্রশিবির সভাপতি

এস এম ফরহাদ
এস এম ফরহাদ  © টিডিসি সম্পাদিত

জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক যুগান্তকারী দলিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নিজের ফেসবুকে এক আবেগময় স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে এস এম ফরহাদ  বলেন, ‘জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক যুগান্তকারী দলিল। নতুন আজাদীর এক বছরে পাওয়া-না-পাওয়ার হিসাব একপাশে রেখে বলতে চাই— জুলাই আমার অহংকার, জাতীয় ঐক্যের মোহনা।’

তিনি আরও বলেন, ‘স্মরণ করছি আমাদের শহীদ ও আহত গাজী ভাইদের— যারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শহীদি তামান্নায় নেমে এসেছিলেন রাজপথে। হয়তো আমরা শহীদ হতে পারিনি, তবে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে আমাদের চলমান সংগ্রামের একমাত্র মাকসাদ— এটা আমাদের শপথ।’

এস এম ফরহাদ বলেন, ‘রাজনৈতিক ও আদর্শগত ভিন্নমতের মধ্যেও জুলাইয়ের স্পিরিটকে লালন করতে হবে। বৃহত্তর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে জুলাইয়ের মতো ঐক্য গড়তে কারও যেন ন্যূনতম পিছুটান তৈরি না হয়।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!