যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কের পদত্যাগ

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক রাশেদ খান
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক রাশেদ খান  © সংগৃহীত

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। জুলাইয়ের প্রথম প্রহরে সোমবার দিবাগত রাত ২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের কথা জানান তিনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে যখন সারাদেশে মোমবাতি প্রজ্বালন হচ্ছে, এমন সময়ে রাশেদের পদত্যাগের স্ট্যাটাসে হতবাক হয়েছেন তার সহকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, গত বছর কোটা আন্দোলনের প্রথম থেকেই যশোরে নেতৃত্ব দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ খান। বাম ঘরানার ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই শিক্ষার্থী জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের নিয়ে জেলায় তীব্র আন্দোলন গড়ে তোলেন। যার পুরস্কার স্বরূপ পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর কমিটির দায়িত্বভার তুলে দেয় কেন্দ্রীয় কমিটি। 

হঠাৎ কমিটি থেকে পদত্যাগ করায় হতবাক হয়েছেন জেলার বিভিন্ন অঙ্গনের মানুষ। রাশেদের এই পদত্যাগের মধ্য দিয়ে গুঞ্জন উঠেছে, কয়েকদিনের মধ্যে জেলা কমিটির আরও ডজন খানেক নেতাকর্মী পদত্যাগ করতে যাচ্ছেন। তারা সবাই রাশেদের অনুসারী হিসেবেই পরিচিত।

আরও পড়ুন: গেজেটে নাম নেই ২৩ জুলাই শহীদের, অন্তর্ভুক্তির অপেক্ষায় পরিবার

পদত্যাগের বিষয় রাশেদ খান বলেন, ‘সংগঠনের মধ্যে প্রচণ্ড অন্তর্কোন্দল, হাপিয়ে উঠছিলাম৷ তার পক্ষে এভাবে চলা আর সম্ভব হচ্ছে না। সে জন্যই মূলত পদত্যাগ করলাম।’ ‌

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহবায়ক এবং জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটি অনুমোদন দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিষদ। 

এ কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে জেলা কমিটির অনেকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ এনে পদত্যাগ করেন যুগ্ম আহবায়ক-১ মাসুম বিল্লাহ। ছাত্রলীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করা হয়েছে অভিযোগ তুলে এক সপ্তাহের মধ্যে আরও সাত নেতা পদত্যাগ করেন।


সর্বশেষ সংবাদ