কমনরুমে ব্রেস্টফিডিং কর্নার ও ক্যান্টিন বয়দের নিয়ন্ত্রণসহ ৮ দাবি ঢাবি ছাত্রী সংস্থার

ঢাবি ও ছাত্রী সংস্থার লোগো
ঢাবি ও ছাত্রী সংস্থার লোগো   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে প্রশাসনের কাছে আট দফা দাবি পেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। বৃহস্পতিবার (২৬ জুন) কলা অনুষদের ডীন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বরাবর শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না স্বাক্ষরিত এক স্বারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পিত পরিচালনায় সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে গতি এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃক বেশ কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও কার্যকরণ আমাদের আশাবাদী করেছে। আমরা আশা করছি উক্ত ধারা অব্যাহত রাখার মাধ্যমে প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনকে শিক্ষার্থীবান্ধব করে তুলবে। 

ছাত্রী সংস্থার ৮ দফা দাবিগুলো হল- মেয়েদের কমনরুমে একাধিক নামাজ কর্নারকে একত্রিত করে বড় আকারে নামাজের স্থান নির্ধারণ; কমনরুমে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন এবং ছাত্রীদের গোপনীয়তা রক্ষায় নির্ধারিত জায়গায় বসার ব্যবস্থা; কমনরুমে ও আশপাশে ক্যান্টিন বয় বা ছেলেদের অবাধ চলাচল সীমিত করা ও ক্যাম্পাসে ছাত্রীদের হেঁটে চলাচলের সুবিধার্থে পর্যাপ্ত ছায়াযুক্ত বসার জায়গা নির্ধারণ।

এছাড়াও প্রয়োজনীয় স্থানে নতুন ফ্যান, লাইট ও ওয়াইফাই সংযোগ নিশ্চিত করা; ক্যাম্পাসের ক্যান্টিনে খাবারের মান, পরিমাণ ও মূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা; ক্যান্টিনগুলোর আশেপাশে ছাত্রীদের হয়রানিমূলক পরিস্থিতি বন্ধে সিসিটিভি ও অভিযোগ কেন্দ্র স্থাপন এবং যেসব কমনরুমে জানালার পাটি নেই, সেখানে নতুন করে পাটি লাগানোর দাবি জানানো হয়েছে। 

 


সর্বশেষ সংবাদ