ঢাবিতে চান্স পাওয়া দুই শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা

তরিকুল ইসলাম তারিক
তরিকুল ইসলাম তারিক  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল দুই শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক। ইতোমধ্যে তাদের হাতে প্রয়োজনীয় অর্থসহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই দুই শিক্ষার্থীর একজন মার্কেটিং বিভাগে ও অন্যজন ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়েছেন। 

ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, মেধাবীরা কখনো আটকায় না। যে কোনো বাধা তারা অতিক্রম করতে পারে। দুইজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অধরা হয়ে থাকবে তা হতে পারে না। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছিল। পরবর্তীতে আমি যথাযথ যাচাই-বাছাই করে বিষয়টির সত্যতা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শিক্ষার্থীর ভর্তিতে অর্থসহায়তা করেছি। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সব সময় শুভ কামনা।  

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকাতে বেশিকছু শিক্ষার্থীবান্ধব কাজ করেছি। পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের অংশ হিসেবে দুইবার ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, ময়লা-আবর্জনা ও মশার উপদ্রব কমাতে ডাস্টবিন ও সচেতনতামূলক প্লাকার্ড স্থাপন করেছি। এ ছাড়া  সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ, ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা সরবরাহ এবং ক্যাম্পাসের যানজট ও দুর্ঘটনা প্রশমনে জেব্রা ক্রসিং অঙ্কন, দুর্ঘটনা নিরোধক ট্রাফিক কোণ ও সচেতনতামূলক প্লাকার্ড স্থাপন করা হয়েছে।  


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!