ঈদুল আযহায় ১০৬ খাসি কোরবানি দিয়েছে কুবি ছাত্রশিবির
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৭:৩৯ PM

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থী ও ক্যাম্পাসের আশেপাশের বাসিন্দাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন ১০৬ টি খাসি কোরবানি দিয়েছে কুবি শাখা ইসলামী ছাত্রশিবির। শনিবার (৭ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির এর সভাপতি ইউসুফ ইসলাহী এটি নিশ্চিত করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে একটু দূরে আনসার ক্যাম্পের পেছনে একটি খোলা ময়দানে একসাথে সবগুলো খাসি কোরবানি দেয়া হয়। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য ও কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজ উপস্থিত সকল মুসল্লীদের জন্য ' মধ্যাহ্নভোজের' আয়োজন করেন তারা। এছাড়াও একটি খাসিকে চারভাগ করে ক্যাম্পাসের আশেপাশে দরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, “ঈদুল আযহা আত্মত্যাগের মহান আদর্শের প্রতীক। এই পবিত্র দিনে আমরা চেষ্টা করেছি কোরবানির আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তা ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য, স্থানীয় মুসল্লী এবং সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দিতে। আমাদের মূল লক্ষ্য ছিলো মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও একতার বন্ধন আরও দৃঢ় করবে।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১০০ তম সিন্ডিকেটে ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা। তারপরও ক্যাম্পাসে স্বনামে মধ্যাহ্নভোজের আয়োজন করে ছাত্রশিবির।