বিশ্ব পরিবেশ দিবসে বাগেরহাট ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

০৬ জুন ২০২৫, ১২:০৭ AM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
বাগেরহাট ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বাগেরহাট ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বাগেরহাট জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (৫ জুন)  শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ প্রায় ২০০টি গাছ রোপণ করেছে সংগঠনটি। কর্মসূচির আওতায় সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠ এবং বাস স্ট্যান্ডের মাঝের আইলানে গাছ লাগানো হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন, শামীম মুন্সি, জসিম মিয়া, আজিজুল শেখ, লিয়ন আল স্বাদ, রুবেল, শিকদার কাজী তাসকিন, আলিফ সেখসহ আরও অনেকে।

জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। আমরা ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নই, দেশ ও দশের কল্যাণেও আমরা নিবেদিত। পরিবেশ আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ। ক্রমবর্ধমান দূষণ এবং জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি আন্দোলন। প্রতিটি গাছের চারা রোপণের মাধ্যমে আমরা শুধু একটি গাছ লাগাচ্ছি না, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার স্বপ্ন বুনছি। আসুন, আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি, কারণ সুস্থ পরিবেশ মানেই সুস্থ জীবন।

স্থানীয় পথচারী আরিফ হোসেন বলেন, এই ধরনের উদ্যোগ দেখে খুব ভালো লাগছে। ছাত্ররা যদি পরিবেশ নিয়ে সচেতন হয়, তাহলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যত্নও নিতে হবে। এটা শুধু একটা দলের কাজ না, আমাদের সবার দায়িত্ব।

আরেক পথচারী তাসলিমা বেগম বলেন, বাগেরহাটে সবুজায়ন খুব দরকার। ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার যোগ্য। আশা করি এই গাছগুলো বড় হয়ে আমাদের শহরকে আরও সবুজ আর সুন্দর করবে।

স্থানীয় শিক্ষক  রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া অত্যন্ত ইতিবাচক। পরিবেশ শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি বাস্তব জীবনেও প্রয়োগ করা দরকার। এই বৃক্ষরোপণ কর্মসূচি ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, এই উদ্যোগ দেখে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে।

সবুজ পৃথিবী নামে স্থানীয় পরিবেশবাদী এনজিও কর্মী মিসেস ফাহমিদা সুলতানা বলেন, জেলা ছাত্রদলের এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা আরও জরুরি। আমরা চাই এই উদ্যোগ যেন কেবল একদিনের না হয়ে দীর্ঘস্থায়ী হয়। পরিবেশ সুরক্ষায় সকল স্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। যুব সমাজের এই অংশগ্রহণ আমাদের আশাবাদী করে তুলছে। 

জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ডেফোডিল শিক্…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
৮ম শ্রেণির নতুন বাংলা বই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভা…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!