‌'গভীর রাতে গেট ভেঙে ঢোকার চেষ্টা'— হাক্কানী পাবলিশার্সের সঙ্গে কী করেছিলেন বৈষম্যবিরোধী ৩ নেতা?

হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগ তিন সমন্বয়কের বিরুদ্ধে
হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগ তিন সমন্বয়কের বিরুদ্ধে  © সংগৃহীত

গত সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠে তিন সমন্বয়কের বিরুদ্ধে। রাতেই তিন সমন্বয়ককে আটক করে ধানমন্ডি থানা-পুলিশ। এসময় আসলে কী ঘটেছিল তার বর্ণনা দিয়ে বক্তব্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২০ মে) ডিএমপি কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এ বক্তব্য জানায়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে ২০২৫ খ্রি. রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে যে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে ১৫/২০ জন লোক অবস্থান করছিলো এবং তারা উক্ত বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিলো।

এতে আরও বলা হয়, এসময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে, তথাপি তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে। তারা মোঃ গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল হতে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে ভবিষ্যতে এ ধরনের কোন বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদেরকে অদ্য বিকেল ০৩.৩০ ঘটিকায় মুচলেকা গ্রহণপূর্বক ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: হান্নান মাসুদের জিম্মায় থানা থেকে ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ৩ নেতাকর্মী

আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুনরায় অনুরোধ করা হলো। এছাড়া, কোন ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলো। ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবেনা।

প্রসঙ্গত, সোমবার (১৯ মে) দিবাগত রাতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে ‘স্বৈরাচারের দোসর’আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগে রাতেই তিন সমন্বয়ককে আটক করে ধানমন্ডি থানা-পুলিশ। পরে আজ মঙ্গলবার (২০ মে) বিকেলে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের জিম্মায় থানা থেকে ছাড়া পান ওই তিন নেতাকর্মী। জানা যায়, থানায় আটকের প্রায় ১৩ ঘণ্টা থাকার পর বিকেল ৩টার দিকে মুচলেকা নিয়ে তিন সমন্বয়ককে ছেড়ে দেয় পুলিশ।

আরও পড়ুন: সাম্যের স্মৃতি সংরক্ষণে ঢাবিতে ভাস্কর্য স্থাপন

ছাড়া পাওয়া তিন সমন্বয়ক হলেন- পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী (২৬); একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ও বৈবিছা’র ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক ফারহান সরকার দীনা; মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী ও পুলিশের ট্রাফিক বিভাগে সহায়ক মোহাম্মাদউল্লাহ জিসান (২৪)।

 


সর্বশেষ সংবাদ