‘তওবা কমিশন’ গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী  © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থানে ও শাপলা চত্বরে গণহত্যায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী সরাসরি সম্পৃক্ততা ছিলেন না এবং যাদের হাতে রক্তের দাগ নেই, তাদের দায় মুক্তির জন্য ‘তওবা কমিশন’ গঠন করার দাবি জানিয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ।

আজ রবিবার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী।

 শরীফ ওসমান হাদী বলেন, ‘যে আওয়ামী লীগ গণহত্যা করে নাই, যাদের হাতে রক্তের দাগ নাই, তাদের একটা জায়গা করে দিতে হবে, যেন তারা পরিত্রাণ পেতে পারে। মানে তাদের জন্য সরকার একটা তওবা কমিশন করে দিতে হবে। এ রকম নিজের দায়স্বীকার করার কমিটি বিদেশে অনেক আছে। এ তওবা কমিশন প্রতিটি বিভাগ থেকে জেলা, উপজেলা, গ্রামে-গ্রামে যাবে। যাওয়ার পর তারা বলবে, আমি এটার (আওয়ামী লীগ) সঙ্গে ছিলাম এবং আমি আমার ভুল স্বীকার করছি এবং তাদের জাতীয়ভাবে দায়মুক্তি দিয়ে দেওয়া হবে। কারণ এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে কাজ লাগাব। এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে বাদ দিতে চাই না।’

আরও পড়ুন: ফের প্রকাশ করা হবে হাবিপ্রবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল 

তিনি আরও বলেন, ‘জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়, তখন আমরা বলেছি, এখানে যাদের একাত্তরে দায় নেই, তাদের জাতি গঠনে আমাদের লাগবে কি না? আওয়ামী লীগের মধ্যে যাদের হাতে রক্তের দাগ নাই, আমরা তাদের জাতি গঠনে চাই।’


সর্বশেষ সংবাদ