আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা 

১০ মে ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ১০ মে ২০২৫, ১২:৪৩ PM
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের উদ্দেশ্যে ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের উদ্দেশ্যে ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা  © টিডিসি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন সরকারি মাদ্রাসা-ই ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা। আজ শনিবার (১০ মে) বেলা আড়াইটাটার দিকে মিছিলটি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বকশীবাজার মোড়, শহীদ মিনার ও টিএসসি অতিক্রম করে শাহবাগে পৌঁছায়। 

এসময় শিক্ষার্থীদেরকে ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’, ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়। 

কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা আর কোনো গণহত্যাকারী সরকারের অধীনে থাকতে চাই না। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে এমন একটি দলকে ক্ষমতায় থাকতে দেওয়া উচিত নয়। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। 

আরও পড়ুন: শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা লালনের দায়িত্ব আমাদের নিতে হবে: শিক্ষা উপদেষ্টা

তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মাত্র ১৫ দিনে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে এমন একটি গণহত্যাকারী দলকে নিষিদ্ধ না করা অন্যায়। আমরা আর এই সরকারকে কোনো সুযোগ দিতে চাই না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

এর আগে, আজ সকালে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচির ডাক দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, তিন দফা দাবিতে বিকাল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশের জুলাই স্পটে ছাত্র-জনতা গণঅবস্থান করবেন।

মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!