মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদ
ঢাবি ভিসির নিকট মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদের স্মারকলিপি পেশ © টিডিসি ফটো
ছাত্রদলকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী উল্লেখ করে তাদেরকে মধুর রেস্তোরাঁয় নিয়ে আসার প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদ। এছাড়া ডাকসু নির্বাচনে ছাত্রদলকে অযোগ্য ঘোষণাসহ চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ভিসি কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেন তারা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সনেট মাহমুদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মূল্যবোধ ও প্রগতির ধারক বাহক। এখানে যদি কেউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নিয়ে মধুর রেস্তোরাঁয় আসে তা আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কখনই মেনে নেবো না! এটা আমাদের এই বিদ্যাপীঠের সকল ছাত্র-ছাত্রীদের বিকাশের পরিপন্থী বলে মনে করি!’
স্মারকলিপি পড়ে শোনান পরিষদের সাধারণ সম্পাদক আল মামুন। মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদের চার দফা দাবির মধ্যে রয়েছে-
১.ডাকসু নির্বাচনে প্রতিটি হল সংসদে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ সংযোজন করতে হবে।
২.ছাত্রশিবিরকে নিয়ে সম্প্রতি মধুর ক্যান্টিনে প্রবেশ করার অপরাধে ছাত্রদলকে ডাকসু নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
৩.ফেসবুকের ‘কোটা সংস্কার চাই’ পেইজের এডমিন, মডারেটর এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কটূক্তিকারীদের ছাত্রত্ব বাতিল করে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।
এবং ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারী, গুজব সৃষ্টিকারী ও উসকানি দাতাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।