জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন ২৭ জুলাই

০৬ মে ২০২৫, ১০:২২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৩ PM
জুলাই গণঅভ্যুত্থান

জুলাই গণঅভ্যুত্থান © ফাইল ফটো

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ১২ জুন পর্যন্ত এই সম্মেলনে রেজিস্ট্রেশন করা যাবে। এই সম্মেলনে ৯টি প্রধান বিষয় নিয়ে আলোচনা করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশ নেবে।

এই আন্তর্জাতিক সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘২০২৪ সালের জুলাই বিপ্লবের উত্তরাধিকার: বাংলাদেশ পুনর্গঠন’। এ আয়োজনে জুলাই প্রদর্শনী ও নাটক, জুলাই বিপ্লবের উপর পোস্টার উপস্থাপনা এবং প্রকাশনা ও সম্মেলনের কার্যবিবরণী প্রর্দশনী করা হবে। 

সম্মেলনে আলোচক হিসেবে থাকবেন, কোস্টারিকার ইউনিভার্সিটি অব পিসের এমেরিটাস অধ্যাপক ড. আমর আবদাল্লা, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির শিক্ষক ড. মো. সাইদুল ইসলাম, কানাডার অন্টারিওর প্রাদেশিক সংসদের সদস্য ডলি বেগম ও পররাষ্ট্র দপ্তরের আমেরিকান কূটনীতিক জন ড্যানিলোভিচ উপস্থিত থাকবেন। 

আরো পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবি থেকে নতুন জোটের আত্মপ্রকাশ

অনুষ্ঠানটিতে আয়োজক হিসেবে যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (RIT), কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল সায়েন্সেস, যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি এবং যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ। 

এছাড়া সম্মেলনে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে এমন বিভিন্ন সংগঠন ও স্থানীয় পর্যায়ের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও থাকবে।

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন শেষ ১…
  • ২৪ জানুয়ারি ২০২৬
শীর্ষ ঋণগ্রস্ত প্রার্থিতায় ১০-এ ৯ বিএনপির, বাকি একজন সদ্য ব…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, যা বলছে পাকিস্তান
  • ২৪ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই শোরুমে চাকরি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৩০, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৫ দাবিতে পুলিশ সুপারকে হাবিপ্রবি ছাত্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সব ধর্ম-বর্ণের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করব : জামায়া…
  • ২৪ জানুয়ারি ২০২৬