‘বিসিএস মৌখিক, প্রিলি ও লিখিত পরীক্ষায় কত পেয়েছে তা প্রকাশ করতে হবে’

২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৬ PM
অনশনরত চাকরি প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকালে নুরুল হক নূর

অনশনরত চাকরি প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকালে নুরুল হক নূর © টিডিসি

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘ভাইভায় কত পেয়েছে, প্রিলিতে কত পেয়েছে, লিখিত পরীক্ষায় কত পেয়েছে—তা প্রকাশ করতে হবে।’

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পিএসসি সংস্কারের দাবিতে অনশনরত চাকরি প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি অনশনরতদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

নুরুল হক নূর বলেন, ‘২০১৮ সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। তখন দেখেছি, এসব আন্দোলনে সবচেয়ে বেশি অবদান রাখে লাইব্রেরিতে পড়ুয়া শিক্ষার্থীরা। যে সরকার শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, এখন সেই সরকারে থাকাকালীন শিক্ষার্থীদের আবার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘পিএসসিতে আগে ভাইভায় নম্বর ছিল ৫০। আওয়ামী লীগ সরকারের আমলে তা বাড়িয়ে ২০০ করা হয়েছে, যাতে তারা সুবিধা নিতে পারে।’

নম্বর প্রকাশের বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, ‘ভাইভায়, প্রিলিতে এবং লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছে তা অবশ্যই প্রকাশ করতে হবে। একজন ড্রাইভার প্রশ্ন ফাঁস করেছে, কিন্তু তার সঙ্গে যারা জড়িত ছিল তাদের এখনো খুঁজে বের করা হয়নি। তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি আচরণে সহনশীল হোন। অন্যথায় শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি খারাপ হতে পারে।’

পরীক্ষার দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এক বছরের মধ্যেই একটি বিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে। এখন দেখা যায়, একটি পরীক্ষা শেষ না হতেই আরেকটি শুরু হয়—এটাও এক ধরনের প্রহসন।’

তিনি আরও বলেন, ‘শুধু পিএসসি নয়, সকল সরকারি চাকরির ক্ষেত্রেই বৈষম্য দূর করা জরুরি। আপনাদের আন্দোলনের মাধ্যমে সকল সরকারি ক্ষেত্রে বৈষম্য দূর হবে। আপনারা অধিকার আদায় করেই ঘরে ফিরবেন—এই প্রত্যাশা করি।’

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় বাইক সার্ভিস দেবে ছাত্রদল
  • ২৪ জানুয়ারি ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, কর্মস্থল ঢাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটে যোগ দিচ্ছে মাহামুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য?
  • ২৪ জানুয়ারি ২০২৬
রুয়েট সংলগ্ন ফ্লাইওভারে রাবি শিক্ষার্থীদের হেনস্তা ও ছিনতাই…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‎বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, আটক ৫
  • ২৪ জানুয়ারি ২০২৬