কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মার্চ ঘোষণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মার্চ ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। বুধবার (২৩ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় ছাত্র সংগঠনটি।

এতে বলা হয়েছে, কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের সাথে আজকে সারাদিন প্রহসন করেছে ইন্টেরিমের শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি। মুমূর্ষু অবস্থায় থাকা শিক্ষার্থীদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এখন পর্যন্ত ভিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। প্রতিমুহূর্তে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং ভিসি মাসুদ প্রকাশ্যে পদত্যাগ না করার ঘোষণা দেয়ার পরেও তার বিরুদ্ধে সরকার কোনোপ্রকার ব্যবস্থা গ্রহণ করেনি।

আরও বলা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বানে রাজু ভাস্কর্যের পাদদেশে এবং সারাদেশে আমরণ অনশনে বসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা এবং থানা ইউনিট। কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন সাদাত সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বিভিন্ন ইউনিটের অনেক নেতৃবৃন্দ হসপিটালাইজড হয়েছেন। এই পর্যায়ে রাষ্ট্র শিক্ষার্থীদের জীবনের ব্যাপারে উদাসীনতা প্রকাশ পেয়েছে, যা আমাদের ব্যথিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ মনে করে, গত ৫২ ঘণ্টায় অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করেছে শিক্ষার্থীদের জীবন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বরং তাদের গদিই তাদের কাছে গুরুত্বপূর্ণ। অতএব, আমরা আমাদের জীবন বিপন্ন না করে তাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত গদিকে চ্যালেঞ্জ করবো। 

শেষে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে সংগঠনটি। একই সঙ্গে দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ২৪ এপ্রিল দুপুর ২ টায় শিক্ষা মন্ত্রণালয় বরাবর মার্চ করার ঘোষণা দেয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence