কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে ফের ঢাবিতে বিক্ষোভ, অবরোধ করবে শাহবাগ মোড়

রাজু ভাস্কর্যের সামনে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ
রাজু ভাস্কর্যের সামনে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ  © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আজ বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ অভিমুখে অগ্রসর হয়, যেখানে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কুয়েটের বর্তমান উপাচার্য কর্তৃত্ববাদী ও স্বেচ্ছাচারী আচরণে লিপ্ত, যা একটি গণতান্ত্রিক শিক্ষাপরিবেশের পরিপন্থী। তারা দাবি করেন, এই স্বৈরাচারী মনোভাব ও নিপীড়নের সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রসমাজ আর নিরব থাকতে রাজি নয়।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, “এই উপাচার্যের আচরণ শুধু কুয়েট নয়, দেশের সার্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা চাই, তাকে দ্রুত অপসারণ করা হোক। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।”

এর আগে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ শাহবাগ ‘ব্লকেড’ (অবরোধ) কর্মসূচির ঘোষণা দেন। 

এসময় মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, কুয়েটের উপাচার্য শিক্ষার্থীদের পর্যায়ক্রমে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। অনশনরত কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আর কাউকে যেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে না হয়। তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যকে সসম্মানে পদত্যাগ করার আহ্বান জানান। না হলে কীভাবে পদত্যাগ করাতে হয়, তা ছাত্রসমাজ জানে বলে হুঁশিয়ারি দেন।

তিনি আরো বলেন, কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। গতকাল রাতে শাহবাগ অবরোধ করা হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার এতে গা না করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য করছে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে অফিস ছুটির সময় অবরোধ না করে আজ রাত সাড়ে নয়টায় শাহবাগ ব্লকেড করা হবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ‘ব্লকেড’ (অবরোধ) করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী। টানা দ্বিতীয় দিনের মতো আজও রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence