কলেজ ছাত্রদল সভাপতি ভর্তিই হননি, সাধারণ সম্পাদকের ছাত্রত্ব নেই

সাইফুল ইসলাম আকাশ ও নুরুল ইসলাম শাহিন
সাইফুল ইসলাম আকাশ ও নুরুল ইসলাম শাহিন  © সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলার কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম আকাশ এইচএসসিতে অটো পাসের পর স্নাতকে ভর্তিই হননি। আর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের নেই ছাত্রত্ব। গত ২৩ মার্চ কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটি ঘোষণা করার পর এমন তথ্য সামনে এসেছে।

কমিটি ঘোষণার পরেই ছাত্রদলের একাংশ অবৈধ কমিটি ও পকেট কমিটি বলে প্রতিবাদ সমাবেশ করে। এতে ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়ন না করায় উত্তাল হয়ে ওঠে কবিরহাট সরকারি কলেজ। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে জুতা মিছিল করে ছাত্রদলের একাংশ। এছাড়াও অবৈধ কমিটিকে বাতিল করার আহ্বান জানান তারা।

এর আগে গত ১০ এপ্রিল নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষা চলাকালে ছাত্রীদের কক্ষে প্রবেশ করে অসৎ সহযোগিতার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশের বিরুদ্ধে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সাইফুল ইসলাম আকাশকে শোকজ করেন কেন্দ্রীয় কমিটি।

জানা যায়, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ ২০২০ সালে এইচএসসিতে অটো পাস করেন। তারপর থেকে তিনি প্রায় অর্ধযুগ স্নাতকে ভর্তি হননি।

অন্যদিকে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন ২০১৮-১৯ সেশনে স্নাতকে ভর্তি হয়েছিলেন। তবে তার পর থেকে তিনি পড়াশোনায় অনিয়মিত এবং ছাত্রত্বহীন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রদল কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন ছাত্রত্বহীন কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের কমিটি। এ কমিটিতে ছাত্রলীগ কর্মীদের দিয়ে কমিটি করা হয়েছে। আমরা আগেও এই কমিটিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছি, এখনও অবৈধই বলে যাব। যাদের সঙ্গে শিক্ষার কোন সম্পর্ক নেই, তারা কীভাবে কলেজ ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক হয়। তারা ছাত্রত্বহীন ছাত্রদলের এ কমিটি বাতিল করার আহবান জানান।

আরো পড়ুন: ঢাবি ছাত্রদলের কমিটির মেয়াদ উত্তীর্ণ, শীর্ষ নেতৃত্বে কোনো নিয়মিত শিক্ষার্থী নেই

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট কলেজ ছাত্রদলের শোকজ প্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম আকাশকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

একই বিষয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের কাছে জানতে চাইলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার ছাত্রত্ব আছে তবে সভাপতির নেই।’ পরে তার কাছে ছাত্রত্বের কাগজ পত্র চাইলে তিনি পাঠাবেন বলে জানান। পরে যোগাযোগ করা হলে তাকে আর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমানে কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক তাদের দুজনেরই ছাত্রত্ব নেই।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!