বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে: সিবগাতুল্লাহ

০৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ © টিডিসি ফটো

বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

আজ বুধবার (২ এপ্রিল) হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হরিপুর উপজেলা শাখার আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের এই সাবেক সভাপতি বলেন, গত রমজানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। কিন্তু এবার বাংলাদেশের মানুষ দেশের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে ইফতার আয়োজন করেছে, যা প্রমাণ করে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে।

দেশের সাংস্কৃতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ দেশে সংস্কৃতির নামে ভারতীয় সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে। থার্টি ফাস্ট নাইট ও মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা আমাদের নিজস্ব ঐতিহ্য নয়।

উত্তরবঙ্গের সম্ভাবনা সম্পর্কে সিবগাতুল্লাহ বলেন, বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল হচ্ছে উত্তরবঙ্গ। এ অঞ্চলকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

ধর্মীয় মূল্যবোধ নিয়ে তিনি বলেন, আমাদের সংস্কৃতিকে এমনভাবে ধারণ করতে হবে, যাতে একজন শিক্ষার্থী যদি কোরআন পড়তে না পারে, তবে সে অনুধাবন করতে পারে যে তার জীবন বৃথা।

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গোটা পৃথিবী একমাত্র নিরাপদ ইসলামপন্থিদের হাতে। একসময় আরাকান মুসলমানরা শাসন করেছিল, ভবিষ্যতে মুসলিম বিশ্বের শাসন ব্যবস্থাও আবার মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রমিজ উদ্দীন আহমেদ, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান, শিবিরের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট আমানউল্লাহ আল জিহাদীসহ শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

বিএনপির একাধিক নেতার বক্তব্যে ধর্মবিদ্বেষী মনোভাবের পুনরাবৃ…
  • ১২ জানুয়ারি ২০২৬
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক করুন ফ্রান্সে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা
  • ১২ জানুয়ারি ২০২৬
মোসাব্বির হত্যা: ৩ আসামি রিমান্ডে, একজনের দোষ স্বীকার
  • ১২ জানুয়ারি ২০২৬
আমার ছাত্রদল যদি রাজনীতি না করতে পারে, তাইলে এই মেডিকেল কলে…
  • ১২ জানুয়ারি ২০২৬
ফের পেছাল ব্রাকসু নির্বাচন
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9