জুলাই শহীদ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেকৃবির শিবির সভাপতির
- শেকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৮:০৪ AM , আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৮:০৪ AM

নিজ এলাকা ফেনীর সোনাগাজীতে জুলাই আন্দোলনে নিহত হওয়া ৩ শহীদ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান।
সোমবার (৩১ মার্চ) ঈদের নামাজের পর আবুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শহিদ মাহবুবুল হাসান মাসুম, শহীদ আব্দুল গনি বোরহান এবং শহীদ জাকির হোসেন সাকিবের কবর জেয়ারত করেন। কবর জেয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা সমন্বয়ক ওমর ফারুক, তাজিম খন্দকার, সোনাগাজী উপজেলা প্রতিনিধি নুর উদ্দিন রনি ও আকবর সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ আব্দুল গনি বোরহান এর বড় ভাই আমনত উল্লাহ বলেন, ‘আজকে আমার ভাই বেচে থাকলে আমরা একসঙ্গে ঈদ করতাম। কিন্তু হায়েনারা আমার ভাইটারে কেড়ে নিলো।" এছাড়াও তাদের সঙ্গে ঈদ উদযাপন করতে আসায় সবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।’
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান বলেন, “জুলাই আন্দোলনের শহীদরা আমাদের রাষ্ট্রের অমূল্য সম্পদ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত এক নতুন বাংলাদেশ পেয়েছি। তাঁদের পরিবারের পাশে থাকা এবং তাঁদের যে কোনো সমস্যা সমাধানে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।"
এসময় তিনি শহীদ বোরহানের বড় ভাই ও শহীদ শাকিবের মায়ের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আশ্বস্ত করেন যে, যেকোনো পরিস্থিতিতে তাঁদের সার্বিক সহায়তা দিতে শিবির সবসময় প্রস্তুত থাকবে।