সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখলের অভিযোগ

০৮ মার্চ ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০১:০২ PM
আওয়ামী লীগ নেতার বাড়ি ও ইনসেটে সমন্বয়ক পরিচয় দেওয়া ছাত্রী

আওয়ামী লীগ নেতার বাড়ি ও ইনসেটে সমন্বয়ক পরিচয় দেওয়া ছাত্রী © সংগৃহীত

টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয় ব্যবহার করে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) টাঙ্গাইল শহরের ছোটকালীবাড়িস্থ ছয়তলা বিশিষ্ট ভবন জবরদখল করেছেন সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টি।

শনিবার (৮ মার্চ) দুপুরে তিনি বাসার তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে ভবনে প্রবেশ করেন।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, শনিবার সকালের দিকে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) শহরের ছোট কালীবাড়ি রোডের ছয়তলা ভবনটি দখল করা হয়েছে। ছাত্রপ্রতিনিধি পরিচয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে এক তরুণী বাসার তালা ভেঙে সেটি দখলে নেতৃত্ব দেন।

এ বিষয়ে মারইয়াম মুকাদ্দাস মিস্টি বলেন, ‘ফেসবুকে পূর্বঘোষণা দেয়া হয়েছিল। আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে পাগলদের আশ্রম গড়ে তোলা হবে। তাই আজ সকালে এসে তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করে। এখানে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগলদের রাখা হয়েছে।’

তিনি আরও  বলেন, ‘জেয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে জানায় বাসা না ভেঙে আশ্রমের প্রস্তাব দেয়। এখানে সেই আশ্রমই করা হয়েছে। তবে কে বলেছে তার নাম বলতে পারেননি।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম সদস্যসচিব সেজান আহমেদ বলেন, ‘তার দায়ভার সংগঠন বহন করবে না। বর্তমানে তিনি আমাদের কমিটির কোনো সদস্য নন।’ 

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। যেহেতু ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন সেখানে ছাত্রপ্রতিনিধি বা সমন্বয়ক বলতে আর কিছু থাকে বলে তার মনে হয় না।

জকসু নির্বাচনে যে ৫ পদে হারল শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
দুপুরে ছাত্রদলের সুপার ফাইভকে অবাঞ্ছিত ঘোষণা : রাতে শোকজ
  • ০৮ জানুয়ারি ২০২৬
চবির বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১৭ শি…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুর ২১ পদের ১৬টি শিবিরের, ছাত্রদল ৪-স্বতন্ত্র ১
  • ০৮ জানুয়ারি ২০২৬
একমাত্র স্বতন্ত্রভাবে জকসুতে জয়ী কে এই জাহিদ হাসান
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বেঁচে থাকতে নিরাপত্তা দেয়নি, কবর পাহারায় পুলিশ’
  • ০৮ জানুয়ারি ২০২৬