‘এনসিপিতে এলজিবিটিকিউর কাউকে পদ দেওয়া হয়নি, চূড়ান্ত তালিকা আজই’

০১ মার্চ ২০২৫, ১০:৫৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
বাঁয়ে রিফাত রশিদ, ডানে মুনতাসির রহমান

বাঁয়ে রিফাত রশিদ, ডানে মুনতাসির রহমান © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘোষণার পর থেকেই কমিটির যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমানের এলজিবিটিকিউ সমর্থনের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনার পর বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ বলেছেন, এলজিবিটিকিউ কিংবা ‘গে’র সঙ্গে জড়িত কাউকে এনসিপিতে কোনোপ্রকার পদ দেওয়া হয় নি। চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হবে। শনিবার (১ মার্চ) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে রিফাত রশিদ লিখেছেন, ‘একজন মুসলিম হিসেবে এলজিবিটিকি বা গে কমিউনিটিকে নৈতিক জায়গা থেকে আমি সমর্থন করি না। মুনতাসীর রহমান জুলাই অভ্যুত্থানকালে আমাদের যোগাযোগ মেইনটেইন করার জন্য অনেক বেশি সাহায্য করেছিলেন। কুয়েত মৈত্রী হাসপাতালে আমরা আটকা পরার পর সেখান থেকে আমাদের উদ্ধার করতে মুনতাসির রহমান আমাদের হেল্প করেন এবং এর পরবর্তীতেও জুলাইয়ের আন্দোলন চলাকালে উনি আমাদের সাথে কানেক্টেড ছিলেন।’

তিনি আরও বলেন, ‘সেইসূত্রে তাকে আমরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবেই জানতাম। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু ছবি ছড়িয়ে পরেছে যা দেখে জানতে পারলাম তিনি এলজিবিটিকিউর সাথে জড়িত। ব্যপারটা বেশ বিব্রত করেছে আমাকে। আমি আবারও আমার এথিক্যাল পজিশন স্পষ্ট করছি যে ‘আমি কোনোপ্রকার সমকামিতাকে সমর্থন করি না’।

পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘এলজিবিটিকিউ কিংবা ‘গে’র সঙ্গে জড়িত কাউকে এনসিপিতে কোনোপ্রকার পদ দেওয়া হয়নি। চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হবে। সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি।’

সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের নতুন সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে ‘মব মিছিল’, প্রতিবাদে ‘কমল একাডেমিয়া’ চা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
নিরাপদ সড়কের দাবিতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ শিক্ষার্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান
  • ২৫ জানুয়ারি ২০২৬