কুয়েটে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ

বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ © টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে দেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে এই কর্মসূচি পালন করেন তারা।

দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সাতক্ষীরায় কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

মিছিলে শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘লীগ গেছে যে পথে, দল যাবে সেই পথে’, ‘টেম্পু না শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজি না শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘লীগ আর ছাত্রদল, সন্ত্রাস করে দুই দল’ ইত্যাদি স্লোগান দেন।

এদিন সন্ধ্যা ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর ঘুরে ফের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

সদস্য সচিব আরিফ সোহেল বলেন, জুলাই-আগস্টে যে নির্মম নিপীড়নের মধ্য দিয়ে আমাদের লড়াই করতে হয়েছে সেই নির্মম নির্যাতন ও নিপীড়ন আবার ফেরত এসেছে। ছাত্রলীগের স্টাইলে হামলাকে জায়েজ করছে অনেকে। ৫ আগস্টের পরে আমরা আর জাহেলি আমলে ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াব। এ দেশে স্ট্যাম্প ও লাঠির, রামদার রাজনীতি চলবে না। প্রয়োজনে আমরা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি।

জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুর রশীদ জিতু বলেন, গণঅভ্যুত্থানের সাত মাস পার না হতেই একটি ক্ষমতালোভী দল কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে যা তাদের ক্ষমতাচর্চার প্রথম ধাপ। ছাত্রদল যদি এ ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাহলে ছাত্রলীগের মতো তাদেরকেও ক্যাম্পাস ছাড়া করতে আমরা বিন্দুমাত্র সময় নিব না। আমরা স্পষ্টভাবে ছাত্রদলকে বলে দিতে চাই, আর যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক শিক্ষার্থীর রক্ত ঝরে তবে লীগের চেয়েও ভয়াবহ অবস্থা হবে ছাত্রদলের।

রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, কুয়েটে যে হামলা চালানো হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রশাসনকে বলতে চাই আমার ভাইদের যারা রক্তাক্ত করেছে তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। ছাত্রদল যদি ছাত্রলীগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় ছাত্রলীগকে যেভাবে বিতাড়িত করেছি তাদেরও আমরা বিতাড়িত করব। আমরা কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করব না। 

ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাইয়ে আমরা ছাত্রলীগের সন্ত্রাসের কথা বলেছি। বর্তমানে ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম করার চেস্টা করলে তাদের বিরুদ্ধেও কথা বলতে আমাদের আপত্তি নেই। কুয়েটে আমাদের ভাইদের উপর ন্যাক্কারজন হামলা করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে পরবে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9