জাবিতে ভর্তিচ্ছুদের পাশে ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো

জাবিতে ভর্তিচ্ছু বিভিন্ন ধরনের সেবা দেয় ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো
জাবিতে ভর্তিচ্ছু বিভিন্ন ধরনের সেবা দেয় ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো  © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। সংগঠনগুলোর নেতা-কর্মীরা দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু ও অভিভাবকদের তথ্য সেবা, সুপেয় পানি, বিশ্রামের ব্যবস্থাসহ বিভিন্ন উপহার প্রদান করছে।

গত ৯ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে জাবি ভর্তি পরীক্ষা শুরু হয়, চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ‘ই’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) এবং ‘এ’ (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ইউনিটের (ছাত্রী) ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) থেকে সামনে এগুলেই চোখে পড়ে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের জন্য সহায়তাকেন্দ্র স্থাপন করেছে। শাখা ছাত্রদল তাদের ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ভর্তিচ্ছুদের শুভেচ্ছাস্বরূপ কলম ও স্কেল বিতরণ করছে। দেরিতে আসা পরীক্ষার্থীদের বাইক সার্ভিসের মাধ্যমে সহায়তায় দিচ্ছে। এ ছাড়া পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করছে।

আরও পড়ুন: চুয়েটে এসসিআইপি প্লাস্টিকস প্রকল্পের মাসব্যাপী পরীক্ষামূলক কার্যক্রম শুরু

অন্যদিকে শাখা ছাত্রশিবির পরীক্ষার্থীদের শুভেচ্ছাস্বরূপ কলম ও বই প্রদান করছে। এ ছাড়া পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং আগত অভিভাবকদের বিশ্রামের ও বই পড়ার ব্যবস্থা করেছে। এদিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন শিক্ষার্থী  ও অভিভাবকদের বিশ্রামের জন্য বসার জায়গা করেছে এবং বিভিন্ন ধরনের তথ্য সেবা দিচ্ছে। 

সার্বিক বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দুটি (মেহের চত্বর এবং রসায়ন ও পদার্থ বিজ্ঞান ভবন-সংলগ্ন) সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য  উপহারস্বরুপ (কলম, স্কেল), পানি, স্যালাইন ব্যবস্থা করা হয়েছে, যানবাহন সংকটের কারণে যারা পরীক্ষা কেন্দ্রে যেতে অসুবিধা হচ্ছে বাইক সার্ভিসের মাধ্যমে তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন তথ্য দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করছি আমরা।’

Ju Inner

জাবিতে ভর্তিচ্ছু বিভিন্ন ধরনের সেবা দেয় ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব তাদের সেবা প্রদানের কথা জানিয়ে বলেন, ‘ছাত্রশিবির সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে  ভর্তি সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। ভর্তিচ্ছুদের জন্য কলম ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আবাসন ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে ভর্তিচ্ছুদের পাশে আছি আমরা। এ ছাড়া অভিভাবকদের বিশ্রামের জন্য আলাদা ব্যবস্থা করেছি এবং বইপ্রেমীদের জন্য বই পড়ার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, জাবি শাখা ছাত্রশিবির চলমান ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু ও অভিভাবকদের পাশে থেকে সেবা ও সহযোগিতা অব্যাহত রাখবে।

শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ কমানোর জন্য প্রতিবছরের মতো এবারও ছাত্র ইউনিয়ন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার স্থাপন করেছে। এ ছাড়া দেরি করে আসা পরীক্ষার্থীদের জন্য ‘শহীদ তাজুল বাইক সার্ভিস’ চালু করা হয়েছে।

আরও পড়ুন: হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির প্রথম আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক (৫১ ব্যাচের) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আমরা ফ্রি ব্যাগ ও মোবাইল রাখার ব্যবস্থা করেছি। এছাড়া বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করছি এবং ভর্তিচ্ছু ও অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। যারা পরীক্ষা দিতে এসেছে তারা কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। গণ-অভ্যুত্থানের পর আমরা কেমন রাষ্ট্র চাই, কেমন ক্যাম্পাস চাই এবং কেমন রাজনীতি চাই এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য আমরা ছাত্রফ্রন্টের প্রকাশনার বইগুলো রেখেছি।’


সর্বশেষ সংবাদ