সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর, স্থানীয়দের হামলায় গুরুতর আহত ১৫

স্থানীয়দের হামলায় গুরুতর আহত ১৫
স্থানীয়দের হামলায় গুরুতর আহত ১৫  © সংগৃহীত

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের হামলায় গুরুতর আহত হয়েছেন ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের ধীরশ্রম এলাকার বাড়িতে শতাধিক জনতা হামলা চালায়। তারা মোজাম্মেল হকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে স্থানীয়রা এলাকায় ডাকাত নেমেছে বলে মাইকিং করে লোকজন জড়ো করে। হামলা করতে যাওয়া জনতাকে স্থানীয়রা ঘিরে ফেলে।

শুক্রবার দিবাগত রাত ১২টার পরে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন (রাত ১২টা) পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!