সো কল্‌ড পলিটিশিয়ানরা এই জেনারেশনকে থ্রেট মনে করছে: সারজিস

সারজিস আলম
সারজিস আলম   © সংগৃহীত

তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘তরুণরা নেতৃত্ব না দিলে আগামী একদশকেও স্বৈরশাসনের অবসান হতো না। তরুণদের দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে।’ বুধবার (২৯ জানুয়ারি) সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

এ ধরনের মানসিকতা নিয়ে কিছু মানুষ কাজ করে যাচ্ছে জানিয়ে সারজিস আরও বলেন, ‘সো কল্‌ড পলিটিশিয়ানরা এই জেনারশনকে তাদের জন্য থ্রেড মনে করছে। কারণ, তারা ইয়াং জেনারেশনের কালচারের সাথে তারা খাপ খাওয়াতে পারছেন না, মানসিকতার সাথে মিল রাখতে পারছেন না।’

সারজিস বলেন, ‘অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না। কে মানুষের জন্য ভালো বা কে দেশের জন্য ভালো তারা এটা ভাবেন না। তারা ভাবেন, যাকে বসাচ্ছি সে আমার ম্যান কি না, যাকে বসাচ্ছি সে আমার স্বার্থ সার্ভ করবে কি না।’

পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের আর রাজপথে নামার দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, অভ্যুত্থানের ডিমান্ড অনুযায়ী আমরা রাজপথে নেমেছিলাম। এখন ইয়াং জেনারেশনের সামনে ডিমান্ড হচ্ছে সত্য কে সত্য বলা, অন্যায়কে অন্যায় বলা। যারা সংসদে পলিসি মেকার হবে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

সরকার পতনের ছয় মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কীভাবে কর্মসূচি দেয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক। সারজিস বলেন, ২৪’র সবচেয়ে বড় হায়েনা যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ। এতো মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কীভাবে কর্মসূচি দেয় প্রশ্ন তোলেন সারজিস। শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবে বলেও মন্তব্য করেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence