আগে ‘বঙ্গবন্ধু অবমাননা’র মামলা হত, এখন ‘খালেদা জিয়ার গাড়ি পোড়ানো’ মামলা: উমামা

উমামা ফাতেমা
উমামা ফাতেমা  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আগে ‘বঙ্গবন্ধু অবমাননা’র মামলা হত, এখন ‘খালেদা জিয়ার গাড়ি পোড়ানো’ মামলা হয়। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আমার বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে পুলিশ থেকে ছাড়ানোর চেষ্টা করছি এমন কথা ছড়ানো হচ্ছে। প্রসঙ্গত, নিউমার্কেট থানায় বিআরআইসিএম এর কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান ভাইকে মুক্ত করতে যান। মশিউর ভাই ও অন্যান্য অফিসাররা  বিআরআইসিএম এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের পদত্যাগের জন্য গত আগস্ট মাসে আন্দোলন করেছিলেন। তখনকার আন্দোলনে আমার ডিপার্টমেন্ট ও ফ্যাকাল্টির অনেক সিনিয়ররা যুক্ত ছিল।

তিনি আরও লেখেন, পুরো আন্দোলনের সময় আমার সাথে তাদের যোগাযোগ ছিল। সম্প্রতি যারা মালা খানের বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই অফিসারদের নানাবিধ হুমকি দেয়া হচ্ছিল। আন্দোলনকারী বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্যে মশিউর ভাই ২০১৭-১৮ সালের দিকে ঢাবির এফ এইচ হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এই সুযোগে তাকে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছিল।

ফেসবুক পোস্টে উমামা লেখেন, এমনটা বাকি অফিসারদের কাছে মনে হয়। গতকাল মশিউর ভাইকে থানায় নেয়ার পর আমাকে আমাদের বন্ধু ও আরেক সিনিয়র কল দেন। তারপর আমরা নিউমার্কেট থানায় যাই। ওই সময়ে থানায় অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ইউজিসি সদস্য প্রফেসর তানজীম স্যারও এসেছিলেন।

তিনি আরও লেখেন, এই দেশে শুধু ক্ষমতা চেঞ্জ হইছে, পুলিশ, প্রশাসন সব আগের মতো। আগে মানুষকে ট্র্যাপে ফেলতে হলে 'বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যারর অবমাননা'-র মামলা হতো, এখন সেটা পরিবর্তন হয়ে 'বেগম খালেদা জিয়ার গাড়ি পোড়ানো' মামলা হয়েছে, এতটুকুই। রাঘব বোয়ালদের শেল্টার চেঞ্জ হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, ছাত্রদলের অনেক নেতাকর্মী মশিউর রহমানকে নিউমার্কেট থানা থেকে ছাড়ানোর চেষ্টা করছে উমামা, এমন তথ্য শেয়ার করে বলছে, এটা কী সমন্বয়কদের কাজ হতে পারে? এসময় সমন্বয়কদের ভূমিকা নিয়েও তারা সমালোচনা করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence