গঠনতন্ত্র সংস্কারের আগে জাকসু চায় না জাবি ছাত্রদল

২২ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।

আজ বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৫টার পর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি করেন তারা।

জাকসুর আগে গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, ২৯ অক্টোবর ২০২৪ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচন বিষয়ে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি সাধারণ সভা আয়োজন করেছিল। সেখানে জাকসু নির্বাচনের পূর্বে কিছু জরুরি সংস্কারের দাবি উঠে আসে। দাবির পরিপ্রেক্ষিতে কয়েকটি কমিটি গঠন করা হয়। কমিটি কর্তৃক রিপোর্ট প্রদানের পর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। 

সেখানে বলা হয়,  নির্বাচনের পূর্বে কমিটিগুলোর সুপারিশ ও ছাত্রসংগঠনগুলোর দাবি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার অবশ্যই সম্পন্ন করতে হবে। এছাড়া জাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কার করার জন্য ‘গঠনতন্ত্র সংস্কার কমিটি’ গঠন করতে হবে। নির্বাচনের পূর্বে বিগত ১৭ বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছিল, শুধু সেসকল ছাত্র সংগঠনের সাথে আলোচনাক্রমে জাকসুর গঠনতন্ত্র পর্যালোচনা করে যুগোপযোগী করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার দাবি জানিয়ে এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ১৫-১৭ জুলাই সাধারণ ছাত্রছাত্রীদের ওপর আওয়ামী প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ, বহিরাগত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নৃশংস হামলা করেছিল, জাকসু নির্বাচনের পূর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি আলাদা সেল গঠন করে সে সকল নৃশংস কর্মকাণ্ডের যথাযথ তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রশাসনিক ও ফৌজদারি আইনের অধীনে বিচার নিশ্চিত করার পদক্ষেপ সম্পন্ন করতে হবে। 

আরও বলা হয়, বিগত ১৭ বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে অব্যাহতভাবে প্রতিরোধ গড়ে তোলা একমাত্র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের উপর বিভিন্ন সময়ে যারা হামলা করেছে এবং যে সকল শিক্ষক হামলাকারী সন্ত্রাসীদের মদদ দিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং ফৌজদারি ও ট্রাইবুনালে মামলা করে বিচার নিশ্চিত করতে হবে।

‘সিন্ডিকেটে’ আওয়ামীপন্থিদের প্রভাব দূর করার দাবি জানিয়ে এতে বলা হয়, বিদ্যমান আওয়ামী, ফ্যাসিবাদী সিন্ডিকেট ভেঙে দিয়ে সিন্ডিকেট পুনর্গঠন করতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মদদদাতা আওয়ামীপন্থি বহু শিক্ষক এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছেন। নির্বাচনকে ফ্যাসিবাদের প্রভাব থেকে মুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘আজকে রাতের মধ্যেই সংস্কার কমিটি গঠন করা ও আগামী ১ ফেব্রুয়ারি জাকসুর তফসিল ঘোষণার তারিখ পেছানো- আমাদের এই দুইটি তাৎক্ষণিক দাবি ছিল। ভিসি স্যার আমাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।’

উপাচার্য প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনেক গণতান্ত্রিক আন্দোলনের সূচনা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত জুলাই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে পথ দেখিয়েছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই জাকসু নির্বাচনের রোডম্যাপ দিয়েছি। যাতে জাহাঙ্গীরনগর থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়। ছাত্রদলের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে সব অংশীজনদের সঙ্গে কথা বলে জানানো হবে।’

ফের জবি শিবিরের সভাপতি-সেক্রেটারি হলেন জকসুর ভিপি-জিএস
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে কলা অনুষদ…
  • ১২ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৩১ জান…
  • ১২ জানুয়ারি ২০২৬
পার্থের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়:…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9