‘হামলার ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তেজগাঁও কলেজের সমন্বয়ক মো. আল আমিন বলেছেন, কেন্দ্রীয় অফিসে হামলার ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। যারা জুলাই গণঅভ্যুথানকে ধারণ করেন তারা না আসা পর্যন্ত আমরা অবস্থান করে যাবো। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেন তিনি।
বিচারের দাবিতে এসে হামলার শিকার হলাম মন্তব্য করে সমন্বয়ক আল আমিন বলেন, সোমবার (২০ জানুয়ারি) যাত্রাবাড়ীতে আমার সহযোদ্ধাদের উপর হামলার ঘটনায় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আমাদের আসতে বলে। অফিসে আসার পরও আমাদের সাথে তারা দেখা করতে আসেনি। এর পরে আমরা দুপুর আড়াইটায় অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এমন অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নাইম আবেদিন নামের একজন আমাদের অবস্থান কর্মসূচি পণ্ড করতে চায় এবং আমাদের উঠে যেতে বলে।
তিনি আরও বলেন, আমরা তাদের (সমন্বয়ক) বলেছিলাম আমাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করবো। তখন সমন্বয়ক নাইম আন্তা নামের আমাদের এক বোনের গায়ে আঘাত করে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের সহযোদ্ধারা প্রতিবাদ করে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপরই রিফাত আসেন, তাদের সাথে কী কথা বলে, তা জানি না। এরপরই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং সাটার বন্ধ করে আমাদের মারধর করে। এতে আমাদের আসিফের মাথা ফেটে যায় এবং বোন আন্তা গুরুতর আহত হন। ২১ জন আহত হয়, এরমধ্যে ৩ জন গুরুতর আহত হন। আমরা প্রধান উপদেষ্টার কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।
সমন্বয়ক মো. আল আমিন বলেন, আমরা পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে দোষ দিচ্ছি না। গুটি কয়েক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিজেদের সম্পত্তি মনে করে। আবারও কেউ যদি ছাত্রলীগের চরিত্র পুর্নবাসন করতে চায়, আমরা ছাত্রসমাজ মেনে নেব না। যেসব সমন্বয়করা এ হামলার সাথে জড়িত ছিল তাদের পদবঞ্চিত করতে হবে এবং তাদের গ্রেফতার করতে হবে। হামলার ঘটনায় বিচারের দাবিতে যতক্ষণ পর্যন্ত না, উচ্চ পর্যায়ের কেউ না আসে ততক্ষণ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো।
উল্লেখ্য, যাত্রাবাড়ী থেকে আসা একদল যুবককে কেন্দ্রীয় অফিসে শাটার বন্ধ করে মারধরের ঘটনায় নারীসহ ১০ শিক্ষার্থী আহত হন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতদের মধ্যে রয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার, সদস্য রাবেয়া আক্তার, বাবু, মাসুদ, ফারহান, সঞ্জিদ, রামিমসহ অন্তত ১০ জন।