ছাত্র-জনতার গণঅভ্যুত্থান
নিহতের ১৪০ দিন পর উত্তোলন করা হল শিক্ষার্থীর মরদেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ PM
পাবনার সাঁথিয়ার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতের ১৪০ দিন পর অবশেষে ময়নাতদন্তের জন্য জুলকার নাইনের (১৭) নামের এক শিক্ষার্থীদের মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলাধীন জোরগাছা স্বরূপ পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান। তিনি বলেন, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হলে আশুলিয়া থানায় মামলা হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের লাশ উত্তোলন করে পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নন্দনপুরের স্বরূপ গ্রামের আব্দুল হাই আলহাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে.এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে ১০ শ্রেণির ছাত্র ছিল।
৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে আনন্দ মিছিল বের করা হয়। বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলাবাহিনী। সেই গুলিতে নিহত হোন জুলকার নাইন।