আ’লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে: বিন ইয়ামিন মোল্লা

২০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
আন্দোলনকারীদের গুপ্ত হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আন্দোলনকারীদের গুপ্ত হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ © টিডিসি ফটো

আওয়ামী লীগকে পু্নর্বাসন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা। আওয়ামী লীগের পুনর্বাসন ষড়যন্ত্র ও তাদের অপতৎপরতা এবং আন্দোলনকারীদের গুপ্ত হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র অধিকার পরিষদ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন।

সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, এই গণঅভ্যুত্থান যারা করেছেন তাদের বিপ্লবের স্পিরিটকে বুঝতে হবে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেছেন নির্বাচনে আওয়ামী লীগের আসা পথে কোনো বাধা নেই। তিনি কি ভুলে গেছেন এই নতুন বাংলাদেশ আনতে ছাত্র সমাজের রক্তদানের কথা? তার এই কথায় আমরা খুবই মর্মাহত। আমরা নির্বাচন কমিশন সংস্কারের প্রথম প্রস্তাবনা হিসেবে দেখতে চাই যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আর নির্বাচনে অংশ নিতে পারবে না।

এসময় বিন ইয়ামিন কাউন্সিলরদেরও পুনর্বাসনের প্রতিবাদ জানিয়ে বলেন, ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। যারা আন্দোলনের পক্ষের হয়েও ভোট বিহীন নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছে তাদেরকেও আবার পরিশুদ্ধ হয়ে নির্বাচিত হয়ে আসতে হবে। আওয়ামীলীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে আমরা প্রধান উপদেষ্টার বাস ভবন অভিমুখে গণপদযাত্রা করবো। 

নেতাকর্মীরা বলেন, জীবন দিয়ে এদেশকে ফ্যাসিস্টমুক্ত করা হয়েছে। এদেশে ভারতের গোলামি, শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র আর চলবে না। যারা জীবন বাজি রেখে এদেশকে নতুন করে স্বাধীন করেছে তাদের বিরুদ্ধে কিলিং মিশনে নেমেছে স্বৈরাচারের দোসররা। তাদের এই অপতৎপরতা রুখতে সরকারের অবস্থান দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এসময় ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। সমাবেশ শেষে মশাল মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করেন।

ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৮ জানুয়ারি ২০২৬
নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাবি ‘বি’ ইউনিটে সেরা এমএম কলেজের ঐশী, অ-বাণিজ্যে প্রথম শুক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage