মেয়ের বাবা হলেন আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ রাব্বি

১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
রাব্বি ও নবজাতক

রাব্বি ও নবজাতক © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাগুরায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি মেয়ের বাবা হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে তার স্ত্রী কন্যা সন্তান জন্ম দেন।

বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। তিনি লিখেছেন, ‘‘ছাত্র-জনতার গনঅভূত্থানে নিহত, মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বি কিছুক্ষণ আগে কন্যা সন্তানের পিতা হয়েছেন। নবজাতক ও তার মা সুস্থ আছেন। সকলের কাছে শহীদ রাব্বির নবজাতক সন্তান, তার মা ও পরিবারের জন্য দোয়া প্রার্থনা রইল।’’

জানা গেছে, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে মাগুরার পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করে রাবার বুলেট নিক্ষেপ ও গুলি করে। এ সময় নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদেী হাসান রাব্বী।

সে সময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম দাবি করেছিলেন, রাব্বি পুলিশের গুলিতে নিহত হয়েছে। তার বুকে গুলি লেগেছে।

রাব্বি নিহত হওয়ার ঘটনায় গত ১৪ আগস্ট তার বড় ভাই ইউনুস আলী ১৩ জনের বিরুদ্ধে মাগুরা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

চব্বিশ প্রমাণসহ নাহিদের আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিয…
  • ২৮ জানুয়ারি ২০২৬
এটুআই প্রোগ্রামের সঙ্গে সমঝোতা স্মারক, ক্যাশলেস হচ্ছে বিএমইউ
  • ২৮ জানুয়ারি ২০২৬
এনএসইউর স্কুল অব হিউম‍্যানিটিজ অ‍্যান্ড সোশ্যাল সায়েন্স আন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল
  • ২৮ জানুয়ারি ২০২৬
অবশেষে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোট বিষয়ে প্রচারণায় কিশোরগঞ্জে ‘ভোটের গাড়ি’
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage