মেয়ের বাবা হলেন আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ রাব্বি

১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
রাব্বি ও নবজাতক

রাব্বি ও নবজাতক © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাগুরায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি মেয়ের বাবা হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে তার স্ত্রী কন্যা সন্তান জন্ম দেন।

বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। তিনি লিখেছেন, ‘‘ছাত্র-জনতার গনঅভূত্থানে নিহত, মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বি কিছুক্ষণ আগে কন্যা সন্তানের পিতা হয়েছেন। নবজাতক ও তার মা সুস্থ আছেন। সকলের কাছে শহীদ রাব্বির নবজাতক সন্তান, তার মা ও পরিবারের জন্য দোয়া প্রার্থনা রইল।’’

জানা গেছে, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে মাগুরার পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করে রাবার বুলেট নিক্ষেপ ও গুলি করে। এ সময় নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদেী হাসান রাব্বী।

সে সময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম দাবি করেছিলেন, রাব্বি পুলিশের গুলিতে নিহত হয়েছে। তার বুকে গুলি লেগেছে।

রাব্বি নিহত হওয়ার ঘটনায় গত ১৪ আগস্ট তার বড় ভাই ইউনুস আলী ১৩ জনের বিরুদ্ধে মাগুরা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

স্বর্ণের ভরি কি ৩ লাখ ছাড়াবে— দাম বাড়ার নেপথ্যে কী
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন ক…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ২৮ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage